সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য চূড়ান্ত

৭ মার্চের ভাষণের মূল বক্তব্য চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য (টেক্সট) চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সংরক্ষিত অডিওটেপ, ভিডিও ও প্রকাশনাসমূহ পর্যালোচনা করে ভাষণের মূল টেক্সট চূড়ান্ত করা হয়। শনিবার বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দফতরে তথ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সভায় এটি চূড়ান্ত করা হয়।
কমিটির সভাপতি ও বিটিভি মহাপরিচালক এসএম হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যাপক শামসুজ্জামান খান, ড. মুনতাসীর উদ্দিন খান মামুন, আশফাকুর রহমান খান, হোসনে আরা তালুকদার, জাফর ওয়াজেদ ও স ম গোলাম কিবরিয়া।
ঐতিহাসিক ভাষণের মূল বক্তব্যের বিষয়ে হাইকোর্ট বিভাগের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠিত হয়। কমিটি চূড়ান্ত করা এ বক্তব্য তথ্য মন্ত্রণালয়ে পাঠাবে এবং মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করে রিট মামলার জবাব হিসেবে হাইকোর্টে প্রেরণ করবে।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …