শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলার জনগন লড়াই করতে শিখে- নাটোরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনায় উমা চৌধুরী

৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলার জনগন লড়াই করতে শিখে- নাটোরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনায় উমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলার জনগন লড়াই করতে শিখে-নাটোরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষনের মাধ্যমে বাংলার সাধারন জনগন আশার আলো দেখতে পান। তার দিকনির্দেশনা ছাড়া বাংলার স্বাধীনতা অসম্ভব ছিল।

আজ মঙ্গলবার বেলা ১ টার দিকে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেস্কে আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড জুবায়ের হাবীব, সাবেক ডেপুটি কমান্ডার মকসেদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান এর কমান্ড এর সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মকুল। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …