শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ’৭৫ সালে ২৯ মাস ডিটেনশন খাটা তিন বন্ধু আওয়ামী লীগে!

’৭৫ সালে ২৯ মাস ডিটেনশন খাটা তিন বন্ধু আওয়ামী লীগে!

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার চেয়ে ২৯ মাস ডিটেনশন খাটা তিন বন্ধু আওয়ামী লীগে পদ পাচ্ছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নাটোরের গুরুদাসপুরের তিন বন্ধুর পক্ষে কথা বলার কেউ ছিল না। মুজিব হত্যার ৪৪ বছর কেটে গেলেও তাদের খোঁজ নেয়নি কেউ।

সম্প্রতি ‘বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে ২৯ মাস ডিটেনশন খাটেন তিন বন্ধু’ শিরোনামে তাদের নিয়ে  প্রতিবেদন প্রকাশ হয় গণমাধ্যমে। বিষয়টি গোচরীভুত হওয়ায় তাদের আওয়ামী লীগের বিভিন্ন পদে অভিষিক্ত করেছেন নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক  আবদুল কুদ্দুস।

অশোক কুমার পালকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। প্রবীর কুমার বর্মন ও নির্মল কর্মকারকে দেয়া হচ্ছে পৌর আওয়ামী লীগের সদস্য পদ।

বুধবার বিকেলে ওই উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের সমাবেশে গুরুদাসপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে অশোক কুমার পালের নাম ঘোষণা করেন এমপি আবদুল কুদ্দুস।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি রাজ কুমার কাশি, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, জেলা আওয়ামী লীগের সদস্য রবিউল করিম ফকির প্রমুখ।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *