রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / ৭২ ঘণ্টায় বাড়তে পারে বজ্রবৃষ্টি

৭২ ঘণ্টায় বাড়তে পারে বজ্রবৃষ্টি

নিউজ ডেস্কঃ
আগামী ৭২ ঘণ্টায় (৩ দিনে) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ‘পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত রয়েছে।’

‘এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এ দিকে সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ড ও খেপুপাড়ায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ ও সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …