নিজস্ব প্রতিবেদক,,,,,,, নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা রাশেদুল ইসলাম কোয়েলকে(৩৭) দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ২৮ অক্টোবর সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে পুলিশ ৬ মামলায় তার ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত দুই মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে কোয়েলকে হাজির করলে এই আদেশ দেন আদালত। এর আগে সকাল থেকেই আদালত চত্ত্বরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। আসামি রাশেদুল ইসলাম কোয়েল নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ মহল্লার আমিনুল ইসলাম আজমের ছেলে। তিনি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এর আগে, গত মঙ্গলবার(২২ অক্টোবর) দুপুরে পুলিশ নাটোর আদালত চত্ত্বরে নিয়ে আসলে বিএনপি কর্মীরা তাকে ডিম ও মল নিক্ষেপ করে। ওইদিন রাশেদুল ইসলাম কোয়েলকে আদালতে তোলা হলে একাধিক মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতারের আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে গ্রেফতার দেখিয়ে নাটোর কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তার আগে গত ১১ অক্টোবর বিকেলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাদেশ সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলার দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় কোয়েলসহ তিনজনকে বিজিবি সদস্যরা আটক করেন। কোয়েলের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি হত্যা হত্যার চেষ্টা চাঁদাবাজি মামলা রয়েছে।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …