বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / ৬৪ জেলার করোনা পরিস্থিতি

৬৪ জেলার করোনা পরিস্থিতি

নিউজ ডেস্কঃ
দেশের সবক’টি জেলাতেই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেও, তাদের সংখ্যা দশজনের কম এমন জেলা সাতটি।  শুরুতে ঢাকা নারায়ণগঞ্জের পর শনাক্তের সংখ্যায় গাজীপুর, নরসিংদী এগিয়ে থাকলেও তাদের ছাড়িয়ে তৃতীয় অবস্থানে এখন চট্টগ্রাম।

দেশের সাতটি জেলায় করোনা ভাইরাস সংক্রমিত বলে শনাক্ত ব্যক্তির সংখ্যা দশজনের কম।  সিরাজগঞ্জে ৬ জন, পিরোজপুরে ৭জন, সাতক্ষীরা ও মেহেরপুরে ৫জন করে, বাগেরহাটে ৬জন, বান্দরবানে ৫ জন ও খাগড়াছড়িতে ৭জন। সবশেষ ২৪ ঘণ্টায় এসব জেলায় নতুন কেউ করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়নি।

২৫ জনের কম শনাক্ত ব্যক্তি রয়েছেন এমন ১৩ জেলা হচ্ছে নাটোর, চাপাইনবাবগঞ্জ, পাবনা, ঝালকাঠি, ভোলা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, খুলনা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি।

৫০ জনের কম শনাক্ত ব্যক্তি রয়েছেন এমন জেলা ১৭টি। রাজশাহী, নওগাঁ, বগুড়া, পটুয়াখালী, বরগুনা, শেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুড়িগ্রাম, নীলফামারী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, টাঙ্গাইল, রাজবাড়ী এবং মানিকগঞ্জ।

৭৫ জনের কম শনাক্ত ব্যক্তি রয়েছেন এমন জেলা ৭টি- দিনাজপুর, জয়পুরহাট, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, শরিয়তপুর, ফরিদপুর ও মাদারিপুর। শেষ ২৪ ঘণ্টায় মাদারিপুরে নতুন কেউ শনাক্ত হননি, ফরিদপুরে ৪জন আর বাকিগুলোতে মাত্র একজন করে শনাক্ত হয়েছেন। 

শনাক্তের সংখ্যা তিন অংকে পৌছেনি এমন জেলা ৫টি- নেত্রকোণা, যশোর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও গোপালগঞ্জ। এগুলোর মধ্যে নোয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ২০জন। 

শনাক্তের সংখ্যা তিন অংকের ঘরে রয়েছে ১১ জেলায়- জামালপুরে ১১৩জন, রংপুরে ১৭৩জন, হবিগঞ্জে ১০০জন, কুমিল্লায় ২৫৯জন, কক্সবাজারে ১৩৯জন, চট্টগ্রামে ৫৫৩জন, নরসিংদীতে ১৭৩জন, মুন্সিগঞ্জে ২৯৭জন, কিশোরগঞ্জে ২০৬জন, গাজীপুরে ৪৯০ জন এবং ঢাকা জেলায় ২৫২ জন।

ঢাকা মহানগর বাদে শুধু নারায়ণগঞ্জে শনাক্তের সংখ্যা হাজারের ঘর ছাড়িয়েছে। জেলাটিতে নতুন ৪৬জনসহ মোট শনাক্ত হয়েছেন ১৩৯১জন।  আর নতুন ৫৬জনসহ ৫৫৩জন শনাক্ত ব্যক্তি নিয়ে তৃতীয় স্থানে ওঠে এসেছে চট্টগ্রাম। 

ঢাকা মহানগরে শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৪৯জন। এ নিয়ে মোট শনাক্ত দাঁরিয়েছে ৮ হাজার ৫৯৩ জনে। যা মোট শনাক্তের ৫৭ দশমিক আট নয় ভাগ।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …