নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ ৮ জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আজ ২৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দুঁপচাচিয়া থানার বাসষ্টান্ড এলাকায় মেসার্স মোস্তফা ট্রেডার্স এর সামনে বগুড়া হতে নওগাঁ গামী মহাসড়কের উপর থেকে ৬২ কেজি গাঁজাসহ ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব।
র্যাব-৫ সিপিসি-২,নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল আজ ২৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বগুড়া জেলার দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করে। এসময় বগুড়া হইতে নওগাঁ গামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনাকালে মাইক্রোবাসের ভিতর তল্লাশি চালিয়ে ১৮ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যমানের ৬২ কেজি শুকনো গাঁজাসহ কালো রংয়ের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার অশোকতলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২৮), বল্লভপুর এলাকার মৃত আব্দুল হামিদ এর ছেলে জুয়েল আহম্মেদ(২৪) (ড্রাইভার), মনশাসন এলাকার আনোয়ার হোসেনের ছেলে কাউছার আহম্মেদ(২৩), সাতরা এলাকার মৃত জাহান মিয়ার ছেলে নিয়ামত হোসেন(২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বালিয়াহুরা গ্ৰামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিন(২৫), মৃত শহীদ মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (২৫), শাকিল আহমেদ এর স্ত্রী সাদিয়া আক্তার(১৯), কৈখলা গ্ৰামের বাচ্চু মিয়ার ছেলে খোরশেদ আলম(২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসে পরিবহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় বগুড়া জেলার দুঁপচাচিয়া থানায় মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …