রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের (৬০০ গ্রাম) হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত আসামীর নাম বাবুল (২৩)। তিনি পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার মৃত সেলিমের ছেলে। রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ এর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার (১০ জুলাই) রাত পোনে নয়টার দিকে উপজেলার শিবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় ৬০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী বাবুলকে গ্রেফতার করা হয়। পরে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …