শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ৫ লক্ষ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

৫ লক্ষ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
রবিবার রাতে নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। হেরোইন উদ্ধারের সময় পালিয়ে গেলেও পরে সোমবার সকালে আবারো অভিযান চালিয়ে আলোচিত মাদক ব্যবসায়ী শাহানারা বিবি (৪৮) কে আটক করা হয়। আটক শাহানারা বিবি উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত আবু বক্ক্র সিদ্দিকের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ বলেন, শাহানারা বিবি হেরোইনের বড় একটি চালান নিয়ে এসে বিক্রির জন্য বাড়ীতে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহানারা পালিয়ে গেলেও তার বাড়ী তল্লাশী করে প্রায় ৫লক্ষ টাকা মূল্যের ৫০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর পর সোমবার সকালে শাহানারা বাড়ীতে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আবারো অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত শাহানারার বিরুদ্ধে রাণীনগর থানায় আগের আরো তিনটি মাদক মামলা রয়েছে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …