মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, ৫ টন পলিথিন জব্দ

৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, ৫ টন পলিথিন জব্দ

নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদনের দায়ে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫টি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। 

বুধবার (৯ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় কারখানাগুলোর মালিককে ৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় পাঁচ টন পলিথিন। 

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ, উৎপাদন, মজুত এবং বিক্রয় বন্ধে এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …