শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৫শ’কেজি পলিথিন পুড়ে প্রতিদিন উৎপাদন হবে ডিজেল পেট্রোল

৫শ’কেজি পলিথিন পুড়ে প্রতিদিন উৎপাদন হবে ডিজেল পেট্রোল

প্লাস্টিক ও পলিথিন থেকে ডিজেল এবং পেট্রল উৎপাদন প্রকল্পের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত জৈব সার উৎপাদন কেন্দ্রে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে প্রতিদিন নারায়ণগঞ্জ শহরের ৫শ’কেজি পলিথিন পুড়িয়ে ডিজেল ও পেট্রল উৎপাদন করা হবে।

উদ্বোধনের পর সেলিনা হায়াৎ আইভী বলেন, ছোটবেলায় শুনতাম ছাই থেকে নাকি স্বর্ণ পাওয়া যেত। এখন দেখি সত্যি সত্যি ছাই দিয়েও টাকা ইনকাম করা যায়। নতুনভাবে এ প্রকল্পের শুরু করলাম, আপাতত প্রতিদিন ৫শ’কেজি পলিথিন পুড়িয়ে এ জ্বালানি উৎপাদন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল, প্যানেল মেয়র আফসানা আফরো বিভা, মেঘা অর্গানিক বাংলাদেশের স্বত্বাধিকারী মিজানুর রহমান, মনোয়ারা বেগম, আয়শা আক্তার দিনা,নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন ও পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …