বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ৪ দফা দাবিতে নাটোরে ম্যাটসের শিক্ষার্থীদের মানববন্ধন

৪ দফা দাবিতে নাটোরে ম্যাটসের শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

চার দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছে সদর হাসপাতালে কর্মরত শিক্ষানবিশ ইন্টার্নশিপ ডিপ্লোমা চিকিৎসকরা । আজ ২ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে নাটোর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অসংগতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা সহ চার দফা দাবিতে ১৫ দিন ধরে ম্যাটস শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘট চলমান রয়েছে। চার দফা দাবির মধ্যে বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে সব অসঙ্গতি পূর্ণ কারিকুলাম সংশোধন, এলাইড হেল্থ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করার দাবি জানানো হয় এই মানববন্ধনে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিএমএ নাটোর জেলা শাখার সভাপতি ডাঃ মীর মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুর রহমান, সদস্য ডাঃ আব্দুল্লাহ, সদস্য ডাঃ তানভীর আহমেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা তারেক, ছাত্রনেতা ফয়েজ, আসমা, হাবিবুর রহমান প্রমুখ। অবিলম্বে এই দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি না মানলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।

আরও দেখুন

নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার …