নারদ বার্তা ডেস্ক:
চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে অলআউট হয়েছে আফগানরা। তাদের দেয়া ৩৪২ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই ফিরেছেন সাদমান ইসলাম। ৫ উইকেটে ২৭১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আফগানিস্তান। দিনের শুরুতেই ব্রেক থ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। আজগর আফঘানকে প্যাভিলিয়নে পাঠান টাইগার স্পিনার। তার ব্যাট থেকে আসে ৯২ রান। আরেক সেট ব্যাটসম্যান ৪১ করা আফসারকেও ফিরিয়েছেন তাইজুল। সাকিবের শিকার কায়েস আহমেদ। টাইগার অধিনায়কের দ্বিতীয় শিকার ইয়ামিন আহমেদজাই। ফিরেছেন শূন্যরানে। দ্রুত গতিতে ফিফটি তুলে নেন আফগান অধিনায়ক রশিদ খান। ৫১ করে মিরাজের শিকার হন তিনি। ইনিংসে চার উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। সাকিব আর নাঈমের শিকার দু’টি করে উইকেট।
আরও দেখুন
এনএসআই কর্মকর্তার বয়স ১৯! অবশেষে আটক
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,মাত্র ১৯ বছর বয়স তার। তাও এখনও ১ মাস বাকী রয়েছে। অথচ ন্যাশনাল …