শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / ৪৮ ঘন্টায় হিলি সীমান্তে ১৭ জন করোনায় আক্রান্ত

৪৮ ঘন্টায় হিলি সীমান্তে ১৭ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ৪৮ ঘন্টায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই উপজেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ শ ৩৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১০১ জন আর মৃত্যু হয়েছে একজনের।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম জানান, আক্রান্তরা সবাই হোম কোয়ারিন্টাইনে রয়েছে। তারা সকলে সুস্থ্য আছেন। নিয়মিত খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রয়োজনে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে। এছাড়াও সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও দেখুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 নিজস্ব প্রতিবেদক: নাটোরে সড়ক দুর্ঘটনায় বিমল পাল(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৫ অক্টোবর …