রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / জাতীয় / ৪৪তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি চলতি মাসে

৪৪তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি চলতি মাসে

নিউজ ডেস্ক:
চলতি মাসে ৪৪তম বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আগামী দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যাবে। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গতকাল এসব তথ্য জানান।

জানা গেছে, নতুন এ বিসিএস পরীক্ষায় বয়সের শর্ত শিথিল করা হবে না। স্বাভাবিক নিয়মেই আগ্রহী প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হবে। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান জানান, বয়সের সময়সীমা শিথিলতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার আন্দোলনকারীদের কয়েকজন বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

অনেকে প্রস্তুতি নিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় বর্তমানে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগ্রহ থাকলেও সব পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। আমাদের দাবি ৪৪তম বিসিএসে বয়সের শর্ত কিছুটা শিথিল করা হোক।

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …