নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোর্ট চত্বর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি,প্রতিষ্ঠানের সদস্য রকিব হাসানসহ অন্যান্যরা। এসময় উপন্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজিসহ ক্রীড়ামোদিরা। আলোচনা সভা শেষে কেক কেটে দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ভলি বল বিতরণ করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …