শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ৪০ বছরের অবৈধ দখল থেকে সরকারী পুকুর উদ্ধার

৪০ বছরের অবৈধ দখল থেকে সরকারী পুকুর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ৪০ বছরের অবৈধ দখল থেকে সরকারী পুকুর উদ্ধার করলেন উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন। বুধবার বিকালে অভিযান পরিচালনা করে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই মৌজায় অবস্থিত ১০ একরের এই পুকুর উদ্ধার করেন তিনি। উদ্ধারকৃত জমির আনুমানিক মুল্য ২ কোটি টাকা। ১৯৭৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সরকারী ভাবে লিজ দেয়া থাকলেও তারপর থেকেই অবৈধ ভাবে ৪০ বছর যাবৎ ১০ একর পুকুর ভোগ দখল করে আসছিল স্থানীয়রা।

দখল মুক্ত ১০ একর জমির প্রত্যেকটি পুকুরে লাল নিশান স্থাপন করা হয়েছে এবং সরকারী ভাবে টেন্ডার হয়ে পুনরায় ওই পুকুর গুলো লিজ দেয়া হবে বলে স্জানিয়েছেন ইউএনও। ইউএনও তমাল হোসেন জানান, অনুসন্ধান করে ওই ১০ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

গেজেটে উল্লেখ রয়েছে ১৯৭৪ সাল থেকে ১৯৮০- সাল পর্যন্ত লিজ দেয়া হয়েছিলো। তারপর থেকে আর কখনও সরকারী ভাবে লিজ দেওয়া হয়নি। দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু লোক সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে ওই পুকুর গুলোতে মাছ চাষ করতো ।
তিনি আরো জানান, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সরকারী খাস খতিয়ান ভুক্ত সকল জমি উদ্ধার করা হবে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

হিলিতে ভিজিএফের ১৮শ’ নামের ভুয়া তালিকাকরে চাল আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালবিতরণে অন্তত ১৮শ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *