শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / ৩ বছরের কমিটি ১০ বছর পর বিলুপ্ত

৩ বছরের কমিটি ১০ বছর পর বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। ২৯শে নভেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু ও সদস্য সচিব দাউদার মাহমুদ সাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্র জানায়, ২০১০ সালে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। পরবর্তী ৩ বছর পরে কমিটি গঠনের নিয়ম থাকলেও রাজনৈতিক বিভিন্ন সমস্যা ও দলীয় গ্রুপিং থাকায় ১০ বছরেও তা সম্ভব হয়নি। ৩ বছরের জন্য গঠন হলেও ১০ বছর পর তা বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্ত করায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বিলম্ব না করে দ্রæত যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের ভিত্তিতে কমিটি গঠনের দাবি জানান তারা।

উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ জানান, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তমতে ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *