সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ৩৮ তম বিসিএস বিভিন্ন ক্যাডারে(সুপারিশপ্রাপ্ত) কর্মকর্তাদের জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা প্রদান

৩৮ তম বিসিএস বিভিন্ন ক্যাডারে(সুপারিশপ্রাপ্ত) কর্মকর্তাদের জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা হতে ৩৮ তম বিসিএস বিভিন্ন ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) কর্মকর্তাদের জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা,সিভিল সার্জন ডা:কাজী মিজানুর রহমান,উপপরিচালক,স্থানীয় সরকার বিভাগ গোলাম রাব্বি,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে নাটোর থেকে নিয়োগ প্রাপ্ত বিসিএস এর বিভিন্ন ক্যাডারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সাথে অতিথিবৃন্দ তাদের কর্মময় জীবনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …