রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / ৩৩৩ নম্বরে ফোন দেওয়ায় প্রধানমন্ত্রী উপহার পেল লালপুরের ১৮ জন অসহায় মানুষ

৩৩৩ নম্বরে ফোন দেওয়ায় প্রধানমন্ত্রী উপহার পেল লালপুরের ১৮ জন অসহায় মানুষ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
৩৩৩ নম্বরে ফোন দেওয়ায় প্রধানমন্ত্রী উপহার খাদ্য সহায়তা পেল নাটোরের লালপুরের ১৮ জন অসহায় মানুষ। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার এই সহায়তা তাদের হাতে তুলে দেন ।

এসময় একটি ব্যাগে মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাজার. চাউল, ডাউল, তৈল সহ অনান্য সামগ্রী প্রদান করা হয় । স্বাস্থ্য বিধি মেনে ও সমাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা চত্বরে অসহায় মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয় ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার বলেন, ৩৩৩ নম্বরে ফোন দেওয়াদের যাচায় বাচায় করে অসহায় ১৮ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তাা দেওয়া হয়েছে । কেউ কেউ এখানে উপস্থিত হয়নি । তাদের বাড়ী গিয়ে এই সহায়তা প্রদান করা হবে । তিনি আরো বলেন ৪ জন ব্যক্তি সচ্ছল থাকায় তাদেরকে এই সহায়তা দেওয়া হচ্ছেনা । এছাড়া সুবিধাভোগীরা সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …