নিজস্ব প্রতিবেদক:
করোনা মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবার খাদ্য সহায়তার আবেদন জানিয়ে ফোন দেন কল সেন্টার ‘৩৩৩’ নম্বরে। আজ সোমবার দুপুর সাড়ে বরোটায় আবেদনকারী ঐসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত খাদ্য বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি এবং উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম।
খাদ্য সহায়তার প্রত্যেক প্যাকেটে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি লবন, আধা কেজি মসুরের ডাল এবং এক লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন বলেন, জনবান্ধব সরকার সব সময় দেশের সাধারণ মানুষের পাশে আছে। তাদের প্রয়োজন তথা সমস্যা সমাধানে আন্তরিকতার সাথে কাজ করছি আমরা। করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারকে আজ খাদ্য সহায়তা প্রদান করা হলো।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …