নিউজ ডেস্ক:
৩০ হাজার টাকা বেতনে চালক পদে ৩৬০ জন নেবে প্রাণিসম্পদ অধিদপ্তর। অধিদপ্তরের অধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে এসব চালককে নিয়োগ দেওয়া হবে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা : ৫ মে ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ পরীক্ষা :
আবেদনকারী প্রার্থীদের মোট ৩টি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে- ব্যবহারিক পরীক্ষা; মৌখিক পরীক্ষা এবং শারীরিক ও চক্ষু পরীক্ষা। এই ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হবে।
দরকারি তথ্য :
ক. আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না।
খ. খামের ওপর অবশ্যই স্পষ্ট অক্ষরে পদের নাম লিখে দিবেন। অন্যথায় আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হবে না।
গ. আবেদন ফরম এ-ফোর সাইজের কাগজে প্রিন্ট করতে হবে।
ঘ. ফরমটি অবশ্যই স্বহস্তে পূরণ করতে হবে।
ঙ. নির্ধারিত সময়ের পর আবেদনপত্র পৌঁছালে তা বাতিল হিসেবে গণ্য হবে।