বৃহস্পতিবার , এপ্রিল ১৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৩০ নারী পাচ্ছেন মোটরযান প্রশিক্ষণ

৩০ নারী পাচ্ছেন মোটরযান প্রশিক্ষণ

গাজীপুরে ৩০ নারী পাচ্ছেন মোটরযান চালোনোর প্রশিক্ষণ। জেলার কালীগঞ্জ উপজেলা থেকে স্থানীয় ৩০ নারী এই প্রশিক্ষণ নেবেন।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মোটরযান চালোনোর এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। 

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

ইউএনও মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-সচিব ললিতা বর্মণ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, মহিলা সংস্থার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক: বান্দরবানে হামলা ও ব্যাংক লুটকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে হুঁশিয়ারি …