শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৩০ দিনে মিলবে জাতীয় পরিচয়পত্র

৩০ দিনে মিলবে জাতীয় পরিচয়পত্র

নিউজ ডেস্ক:
নাগরিক ভোগান্তি কমাতে আবেদনের এক মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর উদ্যোগ নিয়েছে সরকার। আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে বুধবার আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

জনবলসহ এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের নির্দেশনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এটা (এনআইডি তৈরি ও সংশোধন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি, দিনে ৫০০ এনআইডি করার সীমা তুলে দিয়ে ক্যাপাসিটি বাড়াতে হবে। কারণ অনেক মানুষের আবেদন পেন্ডিং আছে।’

নিজের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ এক মাসের মধ্যে এনআইডি করে দিতে হবে। না হলে যে কারণে হচ্ছে না, সেটা লিখিত দিতে হবে।’

মাসের পর মাস নাগরিকদের ভোগান্তির মধ্যে রাখার সংস্কৃতি বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘প্যান্ডেমিক বা কোভিড-১৯-এর অজুহাত দেয়া যাবে না। অফিস বন্ধের কথা বলা যাবে না। বাড়ি বসে কাজ করা যায়। এটা তো ফিজিক্যাল কাজ নয়। ফলে কোনো অজুহাত গ্রহণ করা হবে না।’

জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজটি খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইলেকশন কমিশনের কাজ ভোটার লিস্ট প্রণয়ন করা এবং ভোটের কাজ পরিচালনা করা। দুনিয়ার কোনো দেশে এনআইডির কাজ তারা করে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা রিলেভেন্ট কোনো মন্ত্রণালয় সেটা করে।’

মন্ত্রী বলেন, ‘স্থানান্তর করার পর পেন্ডিং কাজগুলো দুই মাসের মধ্যে শেষ করতে হবে। নতুন আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। রেজাল্ট দিতেই হবে। আমরা জবাবদিহিমূলক কার্যক্রম চালু করতে চাই।’

প্রতিটি উপজেলায় অনেক রোহিঙ্গার আশ্রয় নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যদি কাউকে পাওয়া যায়, তাকে ধরে সরাসরি ভাসানচরে পাঠিয়ে দেয়া হবে।’

পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেও জনভোগান্তির বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।

‘আগামী সভায় কতটি আবেদন প্রক্রিয়াধীন আছে, সেই তথ্য উপস্থাপনের নির্দেশও দেয়া হয়েছে।’

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …