সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ৩০ আদিবাসী শিক্ষার্থী পেল বাইসাইকেল

৩০ আদিবাসী শিক্ষার্থী পেল বাইসাইকেল

নিজস্ব প্রতিবেদক:
এলাকার বিশেষ উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেল বাইসাইকেল।

প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার।

গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার ওসি ফখরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের মধ্যে সুরক্ষাসামগ্রী, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং ঐচ্ছিক তহবিল থেকে গরিব, দুস্থসহ বিভিন্ন রোগীর মধ্যে ৮৫ হাজার টাকা দেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …