শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / জাতীয় / ২ হাজার শিক্ষার্থীকে ‘মুক্তিযোদ্ধা বৃত্তি’ দেবে ভারত

২ হাজার শিক্ষার্থীকে ‘মুক্তিযোদ্ধা বৃত্তি’ দেবে ভারত

নিউজ ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাদের উত্তরাধিকারীদের প্রতিবছর বৃত্তি দিচ্ছে ভারত। চলতি বছর এই বৃত্তি পেতে যাচ্ছেন বাংলাদেশের দুই হাজার শিক্ষার্থী। ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে অনন্য ঐতিহাসিক উত্তরাধিকার রয়েছে। আমাদের সম্পর্ক গড়ে উঠেছে অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং ভৌগোলিক উপাদানের ভিত্তিতে। ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং জনগণের উন্নতির জন্য বাংলাদেশের জাতীয় প্রচেষ্টাকে সমর্থন করায় প্রতিশ্রুতিবদ্ধ। খবর অনলাইনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় কোভিড-১৯ মহামারীর মধ্যেও এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম মানুষের সঙ্গে ভারতের সরকার ও জনগণের অন্তর্নিহিত প্রতিশ্রুতির প্রতিফলন।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …