শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / ২ ঘন্টা বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য চালু

২ ঘন্টা বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য চালু

নিজস্ব প্রতিবেদক, হিলি:
৩১মে থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে ভারতীয় ট্রাক চালকরা পণ্য নিয়ে দেশে প্রবেশ করবে এমন আশ্বাসে ২ ঘন্টা বন্ধের পর দুপুর সাড়ে ১২টা থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি শুরু হয়েছে। এর আগে করোনা পরিক্ষা ও সনদ ছাড়া চালকরা ট্রাক নিয়ে দেশে প্রবেশ করায় এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে সোমবার সকাল সাড়ে ১০টায় বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ করে দেন হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন।

পৌরমেয়র জামিল হোসেন বলেন, প্রতিনিয়ত ভারতে করোনার প্রভাব বাড়ছে যা বেশ আতংকের। তাই ভারতীয় ট্রাকের চালক ও হেলপারদের করোনা টিকার কার্ড বা নেগেটিভ সনদ নিয়ে দেশে প্রবেশ করতে একমাস পুর্বে পত্র দেওয়া হলেও এখন অবধি তা করা হয়নি। তাই বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ করে দেওয়া হয়েছিল। ৩১শে মে থেকে চালকদের করোনা টিকার কার্ড বা নেগেটিভ সনদ বা দেশে প্রবেশের সময় করোনা পরিক্ষার ব্যবস্থা করবে বলে সিআন্ডএফ এজেন্ট আসোসিয়েশন জানিয়েছে। এর পরেও না হলে আবারো বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ করে দেওয়া হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …