রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ২ কোটি ৮০ লাখ টিকা দেওয়া শেষ

২ কোটি ৮০ লাখ টিকা দেওয়া শেষ

নিউজ ডেস্ক:
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৫৭৪ ডোজ  টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৪০৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৭ লাখ ৩৩ হাজার ৭৪৮ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। রবিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৬৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৩৬৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১৬ লাখ ৯২ হাজার ৩৩৬ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১ লাখ ৩৭২ ডোজ। 

এছাড়া ১ কোটি ২৬ লাখ ৯১ হাজার ৯৮২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ২ হাজার ২৩২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৪৯ জন। 

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩৫ লাখ ৮৯ হাজার ৪৬৬ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭১ হাজার ৩০৮ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …