বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / ২৫ আগস্ট শোক সমাবেশ সফল করতে নাটোর পৌর আ’ লীগের প্রস্তুতিমূলক সভা

২৫ আগস্ট শোক সমাবেশ সফল করতে নাটোর পৌর আ’ লীগের প্রস্তুতিমূলক সভা


নিজস্ব প্রতিবেদক:
২৫ আগস্ট শোক সমাবেশ সফল করতে নাটোর পৌর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট রবিবার বিকেল চারটার দিকে স্থানীয় সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র উমা চৌধুরী জলি’র সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল এর সঞ্চালনায় ২৫ আগস্ট শোক সমাবেশ কে সফল করার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক , পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ১৫ ও ২১ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার কাজ শুরু করা হয়। সভায় আগামী ২৫ আগস্টের শোকসভা সফল করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

আরও দেখুন

চিকিৎসার জন্য ডিজি যেই কথা বললেন

নিজস্ব প্রতিবেদক……………………দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দুর করতে নতুন করে ৫হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা …