নিজস্ব প্রতিবেদক:
২৫ আগস্ট শোক সমাবেশ সফল করতে নাটোর পৌর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট রবিবার বিকেল চারটার দিকে স্থানীয় সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র উমা চৌধুরী জলি’র সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল এর সঞ্চালনায় ২৫ আগস্ট শোক সমাবেশ কে সফল করার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক , পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ১৫ ও ২১ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার কাজ শুরু করা হয়। সভায় আগামী ২৫ আগস্টের শোকসভা সফল করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …