রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ২৪ ঘণ্টার মধ্যে নুরের গ্রেফতার দেখতে চান তুরিন আফরোজ

২৪ ঘণ্টার মধ্যে নুরের গ্রেফতার দেখতে চান তুরিন আফরোজ

ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে ‘দুশ্চিরত্র’ বলেছেন মামলার অন্যমত আসামি ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ৷ এই মন্তব্যের জন্য নুরুলকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ৷

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে তুরিন আফরোজ এই দাবি জানান৷ ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে গত ২০ ও ২১ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় নুরুল ও ছাত্র অধিকার পরিষদের সাময়িক অব্যাহতি পাওয়া আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন এই ছাত্রী৷ সেই মামলায় নিজের সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেইজ থেকে লাইভে এসে নুরুল ওই মন্তব্য করেন৷

নবেন্দু নির্মল সাহা নামের এক ব্যক্তির উদ্যোগে ‘ফাতেমার পাশে আমরা’ শিরোনামে আয়োজিত এই সমাবেশে সংহতি জানিয়ে তুরিন আফরোজ বলেন, আমরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পেতে যাচ্ছি৷ কিন্তু শুধু আইন করেই সবকিছু হয় না৷ আইনের সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন দরকার৷ যেখানে আমরা একজন নির্যাতিত নারীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি, সেখানে একজন নির্লজ্জ কুলাঙ্গার তাঁকে চরিত্রহীন বলছে৷ এই যে ধৃষ্টতা সে দেখাচ্ছে, সেই নুরুলের সাহস আসলে কোথায়? আমি জানি, আইন তার নিজের গতিতে চলবে৷ একজন নির্যাতিত নারীকে দুশ্চরিত্রা বলার দায়ে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব, ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেব৷

করোনা মহামারির মধ্যে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গত আগস্টে গ্রেফতার হওয়া রায়হান কবির বলেন, ধর্ষকদের কোনো দল বা সংগঠন নেই৷ ধর্ষকের বিকারগ্রস্ত মানসিকতাই ধর্ষণের জন্য দায়ী৷ আমি মালয়েশিয়ায় বাংলার মেহনতি মানুষের পক্ষে কথা বলতে গিয়ে কারাভোগ করেছি, জেল-জুলুমের শিকার হয়েছি৷ আজকে সেই আমাকেই নিজের দেশে ব্যানার হাতে প্রতিবাদ করতে হচ্ছে৷ দেশে ধর্ষণের পরিসংখ্যান দেখে হতভম্ব ও লজ্জিত হই৷ আমিও পুরুষ, লজ্জায় মাথা নত হয়ে আসে৷ সাধারণ মানুষ হিসেবে আমি সব ধরনের ধর্ষকদের বিরুদ্ধে৷ যখন যৌক্তিক আন্দোলনকে রাজনৈতিক মোড়ক দেওয়া হয়, তখন আমার কষ্ট হয়৷ ধিক্কার জানাই, ডাকসুর সাবেক ভিপি নুরুলকে, যিনি লাইভে এসে নির্যাতিত ছাত্রীকে নিয়ে খারাপ কথা বলেছেন৷ এটা পটেনশিয়াল ধর্ষকের লক্ষণ৷

২০০১ সালে ধর্ষণের শিকার হওয়া পূর্ণিমা রাণী শীল সমাবেশে বলেন, নিপীড়িত হওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষককে জুতাপেটা করে শাস্তি দেওয়া উচিত৷ এখনও মামলার জন্য মাঝেমধ্যে আমাকে আদালতে গিয়ে দাঁড়াতে হয়৷ আমি ফাতেমার পাশে আছি৷ নুরুলসহ সব আসামিদের বিচারের আওতায় আনতে হবে৷

যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের আহ্বায়ক মাহমুদুল হাসান ডাকসুর সাবেক ভিপি নুরুলের কড়া সমালোচনা করে বলেন, ‘নুরুল সেই সমাজের প্রতিনিধি, যে সমাজ নারীকে ঘরে বন্দি করতে চায়৷ সরকার ঠিক কিসের ভয়ে নুরুলসহ ধর্ষকদের কেন গ্রেফতার করছে না? ধর্ষণের বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কাটাতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে, প্রত্যেক থানায় নারী সেল গঠন করতে হবে, আইন সংশোধন করতে হবে৷

অপরাজেয় বাংলার সদস্যসচিব এইচ রহমান মিলু বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল ক্ষমতাশালী হওয়ায় তাঁর ক্ষেত্রে আইন কাজ করছে না৷ অন্যান্য ঘটনায় আসামিরা গ্রেফতার হলে নুরুলের ক্ষেত্রে কেন কালক্ষেপণ করা হচ্ছে? এই ধর্ষণের ঘটনা নিয়ে অপরাজনীতি করার চেষ্টা হচ্ছে৷ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়ে থাকলে নুরুল কেন নয়? নুরুলের ক্ষেত্রে কেন আইনের শাসন কাজ করে না? সে কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি প্রধান বিচারপতি? নুরুলের পক্ষে এখন জামায়াত ও বিএনপি কাজ করছে৷ সব ধর্ষক গ্রেফতার হয়, নুরুল কেন গ্রেফতার নয়?

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …