শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কোভিড রেড লিস্ট থেকে সরছে বাংলাদেশের

২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কোভিড রেড লিস্ট থেকে সরছে বাংলাদেশের

নিউজ ডেস্ক:
করোনা সংক্রমণের হার কমে আসায় অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।

শুক্রবার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনিম টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

টুইট বার্তায় তিনি জানান, কোভিড রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী ২২ সেপ্টেম্বর ভোররাত ৪টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর পরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে গেলে ১০ দিন হোটেলে কোয়ারেন্টিন থাকতে হবে না।

তবে এর আগে যদি কেউ যুক্তরাজ্যে গেলে অবশ্যই রেড লিস্ট রুল মেনে চলতে হবে। যুক্তরাজ্যে যাওয়ার আগেই ১০ দিনের জন্য হোটেল বুক করতে হবে। পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলেও এই শর্ত প্রযোজ্য হবে। যুক্তরাজ্যে যাওয়ার আগে ৩ দিনের মধ্যে এবং কোয়ারেন্টিনের শুরুতে ও শেষে করোনার পরীক্ষা করাতে হবে। সেই সঙ্গে প্যাসেঞ্জার লোকেটর ফরম পূরণ করতে হবে।

গত ৬ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম সরিয়ে নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে অনুরোধ জানিয়েছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …