মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ২০ টি দোকানের মার্চ মাসের ভাড়া মওকুফ করলেন ইউপি চেয়ারম্যান চুনু

২০ টি দোকানের মার্চ মাসের ভাড়া মওকুফ করলেন ইউপি চেয়ারম্যান চুনু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া: নাটোরের সিংড়ায় কলম ইউনিয়ন পরিষদের আওতায় দুটি মার্কেটের ২০ টি দোকানের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু।
সাগর বস্ত্র বিতানের মালিক ইকবাল কবির শেখ জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে দোকান খুলতে পারছিনা।ভাড়া মওকুফ করায় দোকানদাররা খুব খুশি। 
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু জানান, মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের পক্ষ হতে  মানবিক সহায়তা তহবিল থেকে সমাজের অসহায় মানুষকে সহায়তা করছি। আমরা সাধ্যমত তাদের খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছি। ব্যক্তিগতভাবে ও সহযোগিতা অব্যহত আছে। পরিষদের পক্ষ থেকে ব্যবসায়ী যারা তারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য ১ মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। পরিস্থিতি উত্তরন না হলে আমরা মানবিক দিক বিবেচনায় পুণরায় সিদ্ধান্ত নিবো।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *