বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ২০ কোটি টাকার সম্পত্তির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

২০ কোটি টাকার সম্পত্তির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড়ে ২০ কোটি টাকার সম্পত্তির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিবাদমান দুটি পক্ষ। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার মালিকানার দাবিদার মৃত হযরত আলীর সন্তানেরা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই সম্পত্তি তাদের বলে দাবি করেন। তারা অভিযোগ করে বলেন, প্রভাবশালী হওয়ায় রহমত আলী প্রামানিক এর উত্তরসূরিরা তাদের বিতাড়িত করেছে।

অপরদিকে আজ বুধবার নাটোর প্রেসক্লাবে আহুত অপর এক সংবাদ সম্মেলনে হযরত আলীর সন্তানদের অভিযোগ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট বলে অভিযোগ করেন রহমত আলী প্রামানিক এর স্ত্রী এবং সন্তান। লিখিত বক্তব্যে রহমত আলী প্রামানিক এর একমাত্র ছেলে গোলাম রাব্বানী রনি বলেন, কিছু ভূমিদস্যুর প্ররোচনায় হযরত আলীর সন্তানেরা এই ধরনের দাবি উত্থাপন করে সংবাদ সম্মেলন করেছে। এই সংবাদ সম্মেলনে তারা তাদের সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত রহমত আলী প্রামানিক এর স্ত্রী এবং ছেলে মেয়ে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …