বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ২০ এপ্রিল রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজশাহী বিভাগের করোনা আপডেট

২০ এপ্রিল রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজশাহী বিভাগের করোনা আপডেট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ

২০ এপ্রিল রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজশাহী বিভাগে করোনাভাইরাস আক্রান্ত এলাকাসমূহের আপডেট নিম্নে উল্লেখ করা হলো।

রাজশাহী বিভাগে আক্রান্ত: ১৭
★★নতুন আক্রান্ত: ৫
রাজশাহী: ৩ (পুঠিয়া: ২, বাঘা: ১), চাঁপাইনবাবগঞ্জ: ১, জয়পুরহাট: ১

★রাজশাহীতে মোট আক্রান্ত: ৮
১. পুঠিয়া: ৫
(জিউপাড়া ইউনিয়নের বগুড়াপাড়া, গণ্ডগোহালী গ্রামে, ভাল্লুকগাছী ইউনিয়নের নন্দনপুর নতুনপাড়া, তারাপুর ও ধোপাপাড়া গ্রামে)
২. বাগমারা: ১ (যাত্রাগাছি)
৩. মোহনপুর: ১ (কেশরহাট পৌরসভার হরিদাগাছী গ্রামে)
৪. বাঘা: ১
*রাজশাহী সিটি কর্পোরেশন, পবা, দুর্গাপুর,
চারঘাট, গোদাগাড়ী, তানোর: ০০

★জয়পুরহাট: ৩
১. কালাই: ২ (জিন্দারপুর ইউনিয়নে)
২. অন্যান্য: ১ (নতুন আক্রান্ত)
*জয়পুরহাট সদর, পাঁচবিবি,
আক্কেলপুর, ক্ষেতলাল: ০০

★পাবনা: ২
১. চাটমোহর: ২ (মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে)

★বগুড়া: ১
১. আদমদীঘি: ১ (পুলিশ কনস্টেবল)

★নওগাঁ: ১

★সিরাজগঞ্জ: ১
১. বেলকুচি: ১ (দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে)

★চাঁপাইনবাবগঞ্জ: ১
১. চাঁপাইনবাবগঞ্জ সদর: ১ (চরমোহনপুর দক্ষিণপাড়া এলাকায়)

★নাটোর: ০

*বাংলাদেশে করোনাভাইরাস:
আক্রান্ত জেলা: ৫৪
মোট আক্রান্ত: ২,৯৪৮
মৃত্যু: ১০১
সুস্থ: ৮৫
চিকিৎসাধীন: ২,৭৬২

করোনা আপডেট রাজশাহী

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …