নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
২০ এপ্রিল রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজশাহী বিভাগে করোনাভাইরাস আক্রান্ত এলাকাসমূহের আপডেট নিম্নে উল্লেখ করা হলো।
রাজশাহী বিভাগে আক্রান্ত: ১৭
★★নতুন আক্রান্ত: ৫
রাজশাহী: ৩ (পুঠিয়া: ২, বাঘা: ১), চাঁপাইনবাবগঞ্জ: ১, জয়পুরহাট: ১
★রাজশাহীতে মোট আক্রান্ত: ৮
১. পুঠিয়া: ৫
(জিউপাড়া ইউনিয়নের বগুড়াপাড়া, গণ্ডগোহালী গ্রামে, ভাল্লুকগাছী ইউনিয়নের নন্দনপুর নতুনপাড়া, তারাপুর ও ধোপাপাড়া গ্রামে)
২. বাগমারা: ১ (যাত্রাগাছি)
৩. মোহনপুর: ১ (কেশরহাট পৌরসভার হরিদাগাছী গ্রামে)
৪. বাঘা: ১
*রাজশাহী সিটি কর্পোরেশন, পবা, দুর্গাপুর,
চারঘাট, গোদাগাড়ী, তানোর: ০০
★জয়পুরহাট: ৩
১. কালাই: ২ (জিন্দারপুর ইউনিয়নে)
২. অন্যান্য: ১ (নতুন আক্রান্ত)
*জয়পুরহাট সদর, পাঁচবিবি,
আক্কেলপুর, ক্ষেতলাল: ০০
★পাবনা: ২
১. চাটমোহর: ২ (মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে)
★বগুড়া: ১
১. আদমদীঘি: ১ (পুলিশ কনস্টেবল)
★নওগাঁ: ১
★সিরাজগঞ্জ: ১
১. বেলকুচি: ১ (দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে)
★চাঁপাইনবাবগঞ্জ: ১
১. চাঁপাইনবাবগঞ্জ সদর: ১ (চরমোহনপুর দক্ষিণপাড়া এলাকায়)
★নাটোর: ০
*বাংলাদেশে করোনাভাইরাস:
আক্রান্ত জেলা: ৫৪
মোট আক্রান্ত: ২,৯৪৮
মৃত্যু: ১০১
সুস্থ: ৮৫
চিকিৎসাধীন: ২,৭৬২
করোনা আপডেট রাজশাহী