সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / ২০৩৭ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম অর্থনীতির দেশ: সিবর

২০৩৭ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম অর্থনীতির দেশ: সিবর

আগামী ২০৩৭ সালের মধ্যে ১৪ ধাপ এগিয়ে বিশ্বের ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। সোমবার প্রকাশিত এক পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে ব্রিটিশ অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিবর)। বর্তমানে বিশ্বে বাংলাদেশে অবস্থান ৩৪তম স্থানে।

সিবরের ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২৩ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে ১৫ বছর পর বিশ্বের অর্থনীতির পূর্বাভাস। এতে বলা হয়েছে, ২০৩৭ সালে বিশ্বের ১৯১টি দেশের মধ্যে ২০তম অবস্থান দখল করবে বাংলাদেশ।

প্রতিবেদন বলছে, ২০২২ সালে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতি বাংলাদেশের পিপিপি হিসাবে মাথাপিছু জিডিপি সাত হাজার ৯৮৫ ডলার। করোনা মহামারির মাঝেও ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ৩.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে।

শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাইজেশনের ফলে দ্রুত করোনার ক্ষতি কাটায় বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি এসেছে ৬.৯ শতাংশ, যা এ বছর বেড়ে ৭.২ শতাংশ হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করেছে।

সিবরের প্রতিবেদন আরও বলছে, বিশ্বজুড়ে জিডিপির পুনরুদ্ধার অব্যাহত থাকবে। ২০২২ সালে বিশ্বের অর্থনীতির আকার ১০২ ট্রিলিয়ন ডলার যা ২০৩৭ সালে দ্বিগুণ বেড়ে হতে পারে ২০৬ ট্রিলিয়ন। তবে স্বল্প মেয়াদে উচ্চ মুদ্রাস্ফীতির কারণে আগামী বছর বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা রয়েছে।

আরও দেখুন

সুইজ কন্ট্রাক্ট প্রতিনিধিদের সাথে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:সুইজ কন্ট্রাক্ট প্রতিনিধিদের সাথে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার  অফ কমার্সের মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল …