নিজস্ব প্রতিবেদক,সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামাতের রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে বিএনপি’র চেয়ারম্যানেরা অনেকে চোর-ডাকাতকে সরাসরি প্রশ্রয় দিতেন। যাতে করে তারা আইনের আশ্রয় নিতে না পারে সেজন্য যার বাড়িতে ডাকাতি হত তার বিরুদ্ধে উল্টো ডাকাতি মামলা করে দিত। সে সময়ে এমন কোন সপ্তাহ নেই মাস নেই যেদিন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাট হয়নি। কিন্তু এখন তা হতে দেওয়া হবে না।” প্রতিমন্ত্রী আজ রবিবার বেলা ১১ টার দিকে সিংড়া কোর্ট মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌর এলাকার চুরি ,ছিনতাই ও মাদক সংক্রান্ত উন্মুক্ত গণশুনানী ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী সভায় এসব কথা বলেন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ। এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত জনগণের অভিযোগ শুনেন এবং যেসব বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন পদক্ষেপ নেননি সে সব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এসব বিষয়ে তিনি বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় উপস্থাপন করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।