সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ২জুলাই এর মধ্যে সকল মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস

২জুলাই এর মধ্যে সকল মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২জুলাই এর মধ্যে সকল মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস বা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহা পরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

শনিবার সকালে নাটোর শহরের ৪ টি মডেল ফার্মেসী ও মডেল শপ উদ্বোধন শেষে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে ওষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।

এসময় মাহবুবুর রহমান বলেন, যারা রেজিষ্ট্রেশন ছাড়া ঔষধ বিক্রি করছেন, তারা দ্রুত রেজিষ্ট্রেশনের আওয়াতায় আসবেন, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতি নাটোর জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি রেষ্টেুরেন্টে মতবিনিময় সভায় সমিতির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, নাটোর ড্রাগ সুপার মাখনুল তাব্বাসুম , বিএমএ সভাপতি ডাঃ এ ওয়াই খান, সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বেন্টু সহ নেতৃবৃন্দ।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …