শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার মাস্ক দিল ভারত

১ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার মাস্ক দিল ভারত

নিউজ ডেস্কঃ
ভারত থেকে চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান ঢাকায়। করোনা মোকাবিলায় এক লাখ হাইড্রোক্সি ক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দিয়েছে ভারত। 

ঢাকায় ভারতীয় হাই কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ জরুরি চিকিত্সা সরবরাহের দ্বিতীয় চালানটি সরকারের কাছে হস্তান্তর করেছেন। এতে জানানো হয়েছে, ভারত থেকে অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

এর আগে, ২৫শে মার্চ ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান পাঠায় ভারত। ১৫ই মার্চ সার্ক নেতাদের নিয়ে একটি ভিডিও সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় ভারতের ১০ মিলিয়ন ডলার প্রাথমিক সহায়তা নিয়ে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …