নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকার প্রতিটি দুর্যোগে জনগনের পাশে রয়েছে। এবার ১ কোটি পরিবার সরকারের মানবিক সহায়তা পেয়েছে। আমরা তৃণমূল পর্যায় থেকে সকল স্তরের নেতাকর্মী এবং জনপ্রতিনিধির মাধ্যমে মানবিক সহায়তার তালিকা তৈরি করা হচ্ছে এবং ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৯ টায় তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ বাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, সিংড়া উপজেলায় বিগত দিনে ২৭ টি আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষকে তিনবেলা খাবারের ব্যবস্থা আমরা করেছিলাম। এবারো আমাদের সে প্রস্তুতি রয়েছে। আমরা জনগনের পাশে রয়েছি। বন্যা দুর্গত এলাকায় নেতাকর্মী সার্বক্ষণিক মানুষের খোঁজখবর নিচ্ছে। মানুষকে নিরাপদে রাখার জন্য ইতোমধ্য ৪ টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার জনগনের বিপদে আপদে পাশে আছেন ভবিষ্যৎ এ থাকবেন।
তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।পরে প্রতিমন্ত্রী পথে পথে বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় করেন।