শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১ অক্টোবর থেকে বিএসএমএমইউর বৈকালিক সেবা

১ অক্টোবর থেকে বিএসএমএমইউর বৈকালিক সেবা

নিউজ ডেস্ক:
আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৈকালিক বিশেষায়িত (বিশেষজ্ঞ) বহির্বিভাগ (আউটডোর) চিকিৎসাসেবা। দেশে করোনার সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের ১৯ মার্চ এ সেবাটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কমে যাওয়ায় প্রায় দেড় বছর পর তা আবারও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রোগীদের সুবিধার্থে ২০১১ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে বৈকালিক বিশেষায়িত (বিশেষজ্ঞ) বহির্বিভাগ (আউটডোর) চিকিৎসাসেবাটি চালু হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ^বিদ্যালয়ের বহির্বিভাগের ২ নম্বর ব্লকে চালু হবে এ বৈকালিক সেবা কার্যক্রম। রোগীরা আগের মতোই ২০০ টাকা দিয়ে টিকেট কেটে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে এই চিকিৎসাসেবা পাবেন। 

এ ব্যাপারে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান সময়ের আলোকে বলেন, যেহেতু দেশে সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী তাই বিশেষায়িত সেবাটি ১ অক্টোবর থেকে চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর এ জন্য সব প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …