শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১ অক্টোবর থেকে বিএসএমএমইউর বৈকালিক সেবা

১ অক্টোবর থেকে বিএসএমএমইউর বৈকালিক সেবা

নিউজ ডেস্ক:
আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৈকালিক বিশেষায়িত (বিশেষজ্ঞ) বহির্বিভাগ (আউটডোর) চিকিৎসাসেবা। দেশে করোনার সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের ১৯ মার্চ এ সেবাটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কমে যাওয়ায় প্রায় দেড় বছর পর তা আবারও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রোগীদের সুবিধার্থে ২০১১ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে বৈকালিক বিশেষায়িত (বিশেষজ্ঞ) বহির্বিভাগ (আউটডোর) চিকিৎসাসেবাটি চালু হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ^বিদ্যালয়ের বহির্বিভাগের ২ নম্বর ব্লকে চালু হবে এ বৈকালিক সেবা কার্যক্রম। রোগীরা আগের মতোই ২০০ টাকা দিয়ে টিকেট কেটে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে এই চিকিৎসাসেবা পাবেন। 

এ ব্যাপারে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান সময়ের আলোকে বলেন, যেহেতু দেশে সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী তাই বিশেষায়িত সেবাটি ১ অক্টোবর থেকে চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর এ জন্য সব প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …