শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / ১৯ জাহাজ ভাঙা শ্রমিকের পরিবারকে কোটি টাকার সহায়তা

১৯ জাহাজ ভাঙা শ্রমিকের পরিবারকে কোটি টাকার সহায়তা

চলতি বছর দুর্ঘটনায় নিহত ১৯ জন জাহাজ ভাঙা শ্রমিকের পরিবারকে ৬ লাখ করে মোট ১ কোটি ১৪ লাখ টাকা সহায়তা দিয়েছে সরকার।গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনার বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, শিপ ব্রেকিং একটি ঝুঁকিপূর্ণ খাত। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেন। সরকার শিপ ব্রেকিংসহ সব খাতের মালিক-শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে।পরসঙ্গত, এ বছর শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ড, লোহার প্লেট, লোহার পর্দা পড়ে, পিছলে পড়ে এবং বিষাক্ত গ্যাসে এসব শ্রমিক মারা যান। গত ৭ নভেম্বর পর্যন্ত এ বছরের ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ৩ জন, জুলাইয়ে ৫ জন, আগস্টে ২ জন, সেপ্টেম্বরে ৩ জন, অক্টোবরে ৩ জন এবং নভেম্বরে ২ জন শ্রমিক মৃত্যুবরণ করেন।

আরও দেখুন

নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে পূর্ব বিরোধের জের ধরে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমির হোসেনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *