নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / ১৯নং ওয়ার্ড এর দুই কৃতি সন্তানকে সংবর্ধনা দিলেন রাসিক কাউন্সিলর সুমন

১৯নং ওয়ার্ড এর দুই কৃতি সন্তানকে সংবর্ধনা দিলেন রাসিক কাউন্সিলর সুমন

নিজস্ব প্রতিবেদক,  রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ড এর কৃতি সন্তান ডাব্লিউ.বি.সি এশিয়া সুপার ফ্লাইওয়েট প্রো-বক্সিং চ্যাম্পিয়নশীপ এ স্বর্ণজয়ী উৎসব আহম্মেদ এবং ইন্ডিয়া-বাংলাদেশ রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ এ রোপ্যজয়ী মোঃ আবু তালহা এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সন্ধ্যা ছয়টায় নগরীর শিরোইল কলোনীস্থ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মোড়ে এ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এই  সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে  ডাব্লিউ.বি.সি এশিয়া সুপার ফ্লাইওয়েট প্রো-বক্সিং চ্যাম্পিয়নশীপে স্বর্ণজয়ী উৎসব আহম্মেদ এবং  ইন্ডিয়া বাংলাদেশ রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ এ রোপ্যজয়ী মোঃ আবু তালহার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত জোন-৭ কাউন্সিলর সুলতানা  আহমেদ সাগরিকা, সংরক্ষিত জোন-৭ এর সাবেক কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, জাতীয় বক্সিং কোচ শফিউল আজম মাসুদ, বক্সিং কোচ নাদিম হোসেন, জাতীয় স্কেটিং প্লেয়ার মেহেদী হাসান, অধ্যক্ষ মুজিবুর রহমান, বৃক্ষ প্রেমী হায়দার আলী, জাতীয় শ্রমিক লীগ যার শাহ মখদুম থানা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি,
শাহমখদুম থানা ছাত্রলীগের  শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা সোহান, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সহসভাপতি মোঃ আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোশাররফ হোসেন, সম্মানিত শিক্ষক মাইনুল ইসলাম, মোঃ উজ্জ্বল খান, বক্সার জনি, বক্সার আরিফ, বক্সার শাকিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.বি আর্চারি ক্লাবের কোচ সাইফুদ্দিন বাচ্চু।

আরও দেখুন

বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর) নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার উপজেলা পরিষদ …