শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / চাকরির খবর / ১৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ তাঁত বোর্ড

১৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ তাঁত বোর্ড

চাকরী ডেস্ক
বাংলাদেশ তাঁত বোর্ড স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ তাঁত বোর্ড নয়টি পদে ১৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম : প্রধান (এমই), উপমহাব্যবস্থাপক (অপারেশন), উপমহাব্যবস্থাপক (মার্কেটিং), ব্যবস্থাপক, নিরীক্ষক, ফিল্ড সুপারভাইজার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : নয়টি পদে সর্বমোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাসসহ উচ্চমাধ্যমিক বা সমমনা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষাতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল : বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে ।আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে  (www.bhb.gov.bd) এই ঠিকানায়। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা :  আবেদনপত্র আগামী ৩১ জুলাই, ২০১৯ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে

ঠিকানা : সচিব, বাংলাদেশ তাঁত বোর্ড, ঢাকা-১২১৫

আরও দেখুন

প্রাথমিকে আরো নিয়োগ হবে এক লাখ সহকারী শিক্ষক

আগামী বছর আবার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে। তবে তখন বিভাগভিত্তিক ক্লাস্টারভিত্তিতে নিয়োগ দেয়া …