সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / ১৭ বছর পর নাটোর ভবঘুরে আশ্রয় কেন্দ্র আলোকিত

১৭ বছর পর নাটোর ভবঘুরে আশ্রয় কেন্দ্র আলোকিত

নিজস্ব প্রতিবেদকঃ
১৭ বছর পর নাটোর ভবঘুরে আশ্রয় কেন্দ্র আলোয় আলোকিত হল । মঙ্গলবার তেবাড়িয়া ইউনিয়নের নারায়ণপুরে অবস্থিত নাটোর রাজশাহী মহাসড়ক এর পাশে এই ভবঘুরে কেন্দ্রটি আলোকিত করা হলো। এর আগে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ভবঘুরে পুনর্বাসনের জন্য এই আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন এটির ব্যবহার না থাকায় পড়ে থেকে ভবনগুলো বিভিন্ন জানালা দরজা সহ আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছিল।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে দেশের জরুরী প্রয়োজনে এটি ব্যবহার করা হতে পারে বলে এটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহরিয়াজ জানিয়েছেন, বিভিন্ন হাসপাতাল ছাড়াও যে সকল স্থানে সেফ কোয়ারেন্টাইন করা যেতে পারে সেগুলোর মধ্যে এই ভবঘুরে আশ্রয় কেন্দ্র অন্যতম।

পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, আলোয় আলোকিত করার পরে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ও তেবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান এই ভবঘুরে আশ্রয় কেন্দ্রটি পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান এই ভবঘুরে আশ্রয় কেন্দ্রটি এখন সেফ কোয়ারেন্টাইন এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …