শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১৫ সেতুর টোল মওকুফ

১৫ সেতুর টোল মওকুফ

নিউজ ডেস্ক:
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে ২৫ জুন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের আরও ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (টোল অধিশাখা) উপসচিব ফাহমিদা হক খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন খুলনা জোনের আওতাধীন রূপসা নদীর ওপর নির্মিত খানজাহান আলী সেতু (রূপসা) ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীনমৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশে

ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে তিন সেতুর টোল আদায় না করার সিদ্ধান্ত জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মাওয়া রোডের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয় ওই প্রজ্ঞাপনে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …