সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ১৫ দিনের ব্যবধানে প্রায় এক লক্ষ টাকার খড় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

১৫ দিনের ব্যবধানে প্রায় এক লক্ষ টাকার খড় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা



নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে বিধবার খড়ের পালায় আবারও আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ১৫ দিনের ব্যবধানে ওই বিধবাসহ গ্রামের প্রায় একলক্ষ টাকা মূল্যের ৯টি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা। ফলে একদিকে যেমন আগুন আতংক বিরাজ করছে অন্য দিকে গরু নিয়ে বিপাকে পরেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে মাঝগ্রামের মৃতু লিয়াকত আলীর বিধবা স্ত্রী লাইলি বেওয়ার চার বিঘা জমির প্রায় ১২ হাজার টাকা মূল্যের খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

লাইলি বেওয়া জানান, গত ১৫ দিন আগে প্রায় ৪২ হাজার টাকা মূল্যের ১৪ বিঘা জমির খড় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূবৃত্তরা।

একই গ্রামের জাহিদুল ইসলাম ও নাছির উদ্দীন জানান, তাদেরসহ আরো কয়েক জনের মিলে এ পর্যন্ত প্রায় এক লক্ষ টাকার খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একের পর এক এমন আগুন দিয়ে খড় পুড়িয়ে দেয়ার ঘটনায় ওই গ্রামের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।

এলাকাবাসি বলছেন, এমনিতেই খড় সংকটের কারনে গরু পালনকারীরা বেকায়দায় পরেছেন, এর মধ্যে এমন ঘটনায় গরু নিয়ে চরম বিপাকে পরেছেন।

রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …