শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ১৫ দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক পরিষদের ধর্মঘট

১৫ দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক পরিষদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদকঃ
১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে ১ ডিসেম্বর থেকে জ্বালানী তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ধর্মঘটের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান রতন জানান, তারা দীর্ঘদিন ধলে সরকারের কাছে জ্বালানী তেল বিক্রির কমিশন ন্যুনতম সাড়ে সাত (৭.৫%) শতাংশ করা, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর এবং পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা বাতিল ও ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকারের বিভিন্ন দফতর এই দাবিগুলো নিয়ে কোনো উদ্যোগ-ই গ্রহণ করেনি। তাই দাবি আদায়ে আগামী ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে তারা রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করবেন। ধর্মঘটে এই তিন বিভাগের পেট্রোল পাম্প বন্ধ রাখাসহ তেলের ডিপো থেকে জ্বালানী তেল উত্তোলন, পরিবহণ ও সবধরণের বিপণন বন্ধ রাখার কথাও জানান সংগঠনটির নেতারা। মালিকদের এই কর্মসূচির সঙ্গে পেট্রোলিয়াম খাতের শ্রমিক সংগঠনগুলো সংহতি জানিয়েছেন বলেও জানিয়েছেন তারা।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …