শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১৫ তলার দুটি ভবন হচ্ছে আজিমপুর মাতৃসদনে

১৫ তলার দুটি ভবন হচ্ছে আজিমপুর মাতৃসদনে

নিউজ ডেস্ক:
ঢাকার আজিমপুরের মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নির্মাণ করা হবে ১৫ তলা করে দুটি ভবন। আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স ও প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি হিসেবে ব্যবহারের জন্য ভবন দুটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। যা একনেকের অনুমোদন পেয়েছে। ৬৪ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ভবন দুটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ভবন দুটি নির্মাণ হলে মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা এবং সময়োপযোগী প্রশিক্ষণ ও গবেষণার টেকসই উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে কর্মরত সেবাদাতা ও আগত প্রশিক্ষণার্থীদের আবাসন সুবিধাও নিশ্চিত হবে। ২০২৪ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, প্রকল্পের আওতায় ভবন নির্মাণের পাশাপাশি বিভিন্ন ধরনের পূর্ত কাজ, যেমন অভ্যন্তরীণ আরসিসি সড়ক নির্মাণ, সীমানা দেওয়াল, প্রধান ফটক, গভীর নলকূপ, কম্পিউটার সামগ্রী, কম্পিউটার সফটওয়্যার ও আসবাবপত্র এসবও কেনা হবে। সৌন্দর্য বর্ধনে লাগানো হবে বিভিন্ন প্রজাতির গাছ।

সূত্র জানায়, প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, আজিমপুরের মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত মা ও শিশু সেবা নিতে আসেন। স্থান সঙ্কুলানের অভাবে এখানে সেবাদান ও গ্রহণে বাধা পড়ছিল। এ কারণে ভবন দুটি নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …