মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানীর নিজস্ব উদ্দ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হাসপাতালের সামনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর পালন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ এর কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুদ্দীন বাবলু, পৌরসভার ৮নং ওয়ার্ডের আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি সেলিনা বিশ্বাস, ডাঃ নাদিম সরকার ও ডাঃ ইসমাইল হোসেনসহ অন্যরা।

স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীতে ১০ জন রক্তদান করেন। আয়োজন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী জানান, ১৫ আগাস্ট ও ২১ আগাস্টে শহীদের স্বরণে উৎসর্গকৃত রক্ত মানবতার কল্যাণে ব্যবহার করা হবে। আগামীতে এ কর্মসূচী অব্যহত থাকবে।

আরও দেখুন

লালপুরে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি সম্পূর্ণ 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে । দিবসটি …