বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১৪ হাজার মুক্তিযোদ্ধাকে পাকা বাড়ি দেওয়া হবে: মোজাম্মেল হক

১৪ হাজার মুক্তিযোদ্ধাকে পাকা বাড়ি দেওয়া হবে: মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের ১৪ হাজার মুক্তিযোদ্ধাকে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে জামালপুরের ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী, রাজাকার ও বিতর্কিত ব্যক্তিরা মুক্তিযোদ্ধা তালিকায় থাকতে পারবেন না। যদি এ ধরণের কোনো অভিযোগ পাওয়া যায় তাদেরকে বাদ দিয়েই তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয় পত্র দেয়া হবে। ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ চাই।

ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম, ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মাদ বাকী বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী এক কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …